07নং বামরাইল ইউনিয়নের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫/১০/২০২২ থেকে ২৫/১০/২০২২ পর্যন্ত তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ও কর্তনযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন ২৬/১০/২০২২ তারিখ থেকে নিম্নোক্ত সময়সূচী মোতাবেক নিবন্ধন (ছবি তোলা, আঙ্গুলের ছাপ, ফিঙ্গার প্রিন্ট গ্র্রহনের) করা হবে।
ক্রমিক নং |
ইউনিয়ন/ পৌরসভার নাম |
নিবন্ধনের তারিখ ও বার |
যে যে এলাকায় ভোটার নিবন্ধন হবে (ছবি তোলা, আঙ্গুলের ছাপ, ফিঙ্গার প্রিন্ট গ্র্রহনের তারিখ) |
নিবন্ধন কেন্দ্রের নাম |
1 |
2 |
3 |
4 |
5 |
1 |
বামরাইল |
26/10/2022-বুধবার |
ওয়ার্ড নং- 01 ও 02 |
বামরাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সানুহার,বামরাইল, উজিরপুর, বরিশাল। |
27/10/2022-বৃহস্পতিবার |
ওয়ার্ড নং- 03 ও 04 |
|||
28/10/2022-শুক্রবার |
ওয়ার্ড নং- 05 ও 06 |
|||
29/10/2022-শনিবার |
ওয়ার্ড নং- 07 ও 08 |
|||
30/10/2022-রবিবার |
ওয়ার্ড নং- 09 ও বাদ পরা সকল ওয়ার্ড |
[19/11/2022 তারিখ, শনিবার-সমগ্র উপজেলার বাদ পড়া সকল ইউনিয়ন ও পৌরসভার ভোটারযোগ্য ব্যক্তিদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ, ফিঙ্গার প্রিন্ট গ্র্রহনের করা হবে।]
ভোটার হালনাগাদ এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুনঃ
1। অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি।
2। P.S.C/J.S.C/S.S.C/সমমান সনদের সত্যায়িত ফটোকপি ।
3। পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক অফিসিয়াল প্যাডে প্রদত্ত স্থায়ী বাসিন্দা মর্মে অফিসিয়াল প্যাডে অফিস স্মারকে তারিখ উল্লেখপূর্বক প্রত্যয়নপত্রের মূল কপি।
4। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
5। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
6। বাড়ির বিদ্যুৎ বিল (সদ্য পরিশোধকৃত বিদ্যুৎ বিলের মূল কপি)।
7। রক্তের গ্রুপের রিপোর্টের কপি (যদি থাকে)
8। প্রবাসিদের ক্ষেত্রে পাসপোর্ট এর শেষ ভিসার ফটোকপি সত্যায়িত (ছবিযুক্ত পাতা, ঠিকানাযুক্ত পাতা ও শেষ ভিসার পাতা)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS